https://ph.trip.com/moments/detail/sunamganj-sadar-upazila-1706507-127816894
ZoburazBangladesh
levelIconContributor

Tanguar Haor in Shunamganj, Bangladesh

টাঙ্গুয়ার হাওর ভ্রমণ: প্রকৃতির নিবিড় ডাক ঢাকার ব্যস্ত জীবনের ক্লান্তি কাটাতে আমরা কয়েকজন বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পরিকল্পনা করি। সকালবেলার সূর্যের প্রথম আলোয় সুনামগঞ্জ পৌঁছে আমাদের যাত্রা শুরু হয়। চারপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য যেন প্রথম থেকেই মন কেড়ে নেয়। একটি নৌকা ভাড়া করে আমরা হাওরের গভীরে যাত্রা শুরু করি। দূর থেকে দেখা যায় বিশাল জলরাশি, যেখানে আকাশের ছায়া পড়ে এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করেছে। চারপাশে পাখির ডাক আর হাওরের শান্ত জলরাশি একধরনের সুরম্য সুর এনে দেয়। মাঝে মাঝে বক আর পানকৌড়ি উড়ে এসে জল স্পর্শ করে আবার উড়ে যায়। দুপুরে আমরা হাওরের মাঝখানে নৌকায় বসেই স্থানীয় মাছ দিয়ে সুস্বাদু ভোজন সেরে নিই। এরপর শুরু হয় আসল রোমাঞ্চ—পানিতে ঝাঁপিয়ে পড়া। বিশুদ্ধ পানিতে সাঁতার কাটার মজা সত্যিই অসাধারণ। বিকেলের দিকে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, হাওরের সৌন্দর্য এক ভিন্ন রূপ নেয়। লালচে আভা মিশে যায় জলরাশির সাথে। আমরা মুগ্ধ হয়ে সেই দৃশ্য উপভোগ করি। ফেরার পথে সবাই চুপচাপ; প্রাকৃতিক সৌন্দর্যের এতটা নিবিড় স্পর্শ আমাদের মুগ্ধ করেছে। টাঙ্গুয়ার হাওর শুধু একটি ভ্রমণ নয়, এটি প্রকৃতির সঙ্গে মনের একাত্ম হওয়ার এক বিশেষ সুযোগ। এই স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
Posted: Dec 31, 2024
Submit
0
Mentioned in This Moment
Destination

Sunamganj Sadar Upazila

125 attractions | 6 posts
Bangladesh
View